
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন অধিনস্থ ৭নং ওয়ার্ড যুবদলে’র সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী ও সদস্য জুলহাস পাটওয়ারীকে যুবদল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল ১৯ফেব্রুয়ারী চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম (নজু) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের অব্যহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলাধীন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন অধিনস্থ ৭নং ওয়ার্ড যুবদলে’র সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী ও সদস্য জুলহাস পাটওয়ারীকে দলীয় সৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সু-স্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সকল ধরণের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব যুবদল নিবে না। ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীগণ তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।