চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ ফেব্রুয়ারী বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস ও সেলিনা জাহানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাব ও চেম্বার অব কমার্স যৌথভাবে এই বিদ্যালয়টি পরিচালনা করছে।

উদয়ন শিশু বিদ্যালয় শিক্ষার মান অনেক ভালো।আমার ভালো লেগেছে শিক্ষার্থীদের ড্রেসআপ। অনেক ভাল লেগেছে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ড্রেস ও শারীরিক কসরত। একটা কথা মনে রাখতে হবে ভালো ড্রেসআপ ভালো হলে তাদের মন মানসিকতা ভালো হয়ে যায়।

আমাদের কোমলমতি সোনামণি ও শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই ভালো। সবসময় এধরনের ফিজিক্যালি এক্সারসাইজ গুলিতে অংশগ্রহণ করবে। ফিজিক্যালি এক্সারসাইজ গুলি সব সময় ধরে রাখতে হবে। দিনের একটি নির্দিষ্ট সময়ে আমরা এই দৌড়াদৌড়ি, খেলাধুলা করার জন্য ফিজিক্যালি এক্সারসাইজ গুলি আমাদের ধরে রাখতে হবে। আমরা সব সময় বলি স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য যদি ভাল থাকে তাহলে লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী হওয়া যায়। উদয়ন শিশু বিদ্যালয়ের ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা আজকে বিজয়ী হয়েছ তারা পুরস্কার পাবে। যারা বিজয়ী হতে পারেনি তারা চেষ্টা কবরে, যাবে আগামী বছর বিজয়ী হওয়ার মনোবল নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিবে।

বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন , বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাহাদাত হোসেন শান্ত, কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, কমিটির সদস্য অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উদয়ন শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা আক্তার। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নাসনিয়া নামিরা, গীতা পাঠ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অর্পা সাহা।

পরে বিভিন্ন ইভেন্টে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সম্পর্কিত খবর