চাঁদপুরে আনসার জেলা সমাবেশ-২০২৫ সম্পন্ন

মহসিন হোসাইন: শান্তি- শৃঙ্খলা, উন্নয়ন- নিরাপত্তা, সর্বত্র আমরা এই নীতিবাক্য নিয়ে চাঁদপুরে আনসার জেলা সমাবেশ-২০২৫ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল (১৯ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

তিনি বলেন, আমি গভীরভাবে স্মরণ করছি যারা স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলেন। এছাড়াও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ২৪ এর গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করে জীবন দিয়েছেন ও আহত হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশে সাধারণ আনসারের সংখ্যা ৩ লক্ষের বেশি। নিরাপত্তা প্রহরী ও গার্ড হিসেবে মূলতঃ এরা দায়িত্ব পালন করেন। বাংলাদেশের সর্বোচ্চ ৫৯ হাজার আনসার বর্তমানে চাকরিতে কর্মরত রয়েছেন। তবে এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

এর মূল উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা ,যা আমাদের করতে হবে । যাতে দেশে নিরাপত্তাহীনতায় কোনো উদ্বিগ্ন যেন না বাড়ে। আরেকটি হলো ভিলেজ ডিপেন্ড পার্টি (ভিডিপি)। এরা কোনো কাজ করেনা। এরা লেখাপড়া করে এবং বিভিন্ন দপ্তরের বড় ধরনের কোনো কাজে তাদেরকে লাগানো হয়। বিশেষ করে নির্বাচনের সময় এবং অফিসিয়ালী কোনো বিশেষ কাজে।

এছাড়াও তিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উদ্দেশ্য নিয়ে বলেন, ছাত্ররা অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থানে দেশকে নিয়ে এসেছেন। তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশে মাদকের ব্যাবহার, বাল্যবিবাহ, জুয়া, কিশোর গ্যাংয়ের সাথে কারা সম্পৃক্ত, কোথায় মাদকের বিস্তার হচ্ছে, এগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করেন।

তিনি আরো বলেন, আমরা দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাইতে হলে আগে নিজের দূর্নীতি বন্ধ রাখতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আগে নিজেকে সচেতন ও ভালো হতে হবে। তাহলেই সত্যিকারের পরিবর্তন সম্ভব বলে তিনি জানান।

এছাড়াও তিনি বলেন, দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করতে হবে। দূর্নীতির কারণে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই দূর্নীতি থেকে দূরে থাকতে হবে। নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এসময় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বাংলাদেশ আনসার বিভিন্ন সময়ে বিভিন্ন দূর্যোগ মোকাবিলায়, বিভিন্ন সমসাময়িক সময়ে শত প্রতিকূলতা সত্ত্বেও আপনারা যে দায়িত্ব পালন করেছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আপনারা যারা আনসার ও ভিডিপি রয়েছেন, তাঁরা কতোটা ক্যাপাবলিটি, সেটা নিয়ে একটা প্রতিযোগিতা থাকে। তবে এই বিষয় নিয়ে আপনাদের আরো পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। আপনি চিন্তা করেন, আপনি কি কাজ করছেন। আপনাদের একটা শৃঙ্খলার বিষয় আছে। অবশ্যই আপনারা শৃংখলা ভঙ্গ করবেন না কোথাও কোনো ডিউটিতে থাকেন আর ডিউটি ছাড়া অবস্থায় থাকেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এবং আমরা প্রশাসনের লোকজন যখন যেখানেই যাই না কেন, আমরা যদি দেখি সেখানে কোনো অন্যায় হচ্ছে, সেখানে আমরা প্রতিবাদ করি এবং করতে হবে। কেবল দায়িত্বে থাকাকালীন অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করবো তা নয়। দায়িত্বের বাইরে থাকলেও পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে হবে। সর্বদা ডিসিপ্লিন বজায় রাখতে হবে। ডিউটির বাইরেও সব সময়ের জন্য দায়িত্ব পালন করতে হবে।

আপনাকে সমসাময়িক সকল সামাজিক উন্নয়ন মূলক কাজে এগিয়ে যেতে হবে। আপনাকে সব সময় শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে বলেন তিনি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ্জালাল ছোয়াদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)।

আরো বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা দায়িত্বরত সেনাবাহিনীর মেজর আশিকুর রহমান আশিক।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা এন. এস.আই যুগ্ম পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহীনির কর্মকর্তাগণ, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ান চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মোঃ সালাউদ্দিন, ও গীতা পাঠ করেন গোবিন্দ চন্দ্র অধিকারী ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-আইরিন পারভীন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ৩’শ আনসার সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্তরে ভালো কাজের জন্য বিজয়ী আনসার সদস্যদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্যরা পুরস্কার তুলে দেন। এরপর প্রধান অতিথিসহ বিশেষ অতিথির সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

সম্পর্কিত খবর