
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার মাগরিব নামাজ শেষে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্ত হটবাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, চাঁদপুর-চট্টগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী তাজুল ইসলাম মজুমদার। এসময় তিনি বলেন, আপনারা যদি নিয়ম মত চলেন তাহলে কোন মালিকই মরবেন না, বিচ্ছিন্ন ভাবে যদি চলেন তাহলে আগের মতোই অবস্থা হবে। আমি চাই এখন থেকে আপনারা বিভিন্ন নামে চলাচল না করে একই নামে সকলে একত্রিত হয়ে চলাচল করুন।
তাহলে অবশ্যই আপনারা টিকে থাকতে পারবেন এবং চাঁদপুর চট্টগ্রামের এই রুটটি আবারো উজ্জীবিত হবে। এ সময় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হয় যে, যাত্রী সেবার মান উন্নয়নে সকল মালিকদের নিজ নিজ গাড়িগুলো সৌন্দর্য বর্ধন করতে হবে। সঠিক সময় মেনে চলাচল করতে হবে। তাহলে যাত্রী সেবা বৃদ্ধি পাবে। , চাঁদপুর-চট্টগ্রাম বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহিন গাজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি খোরশেদ আলম,
সহ- সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম, কোষাধ্যক্ষ আঃরহিম (বেলাল), লাইন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম (চাঁদপুর), কার্যকরী সদস্য, মোঃ নজরুল ইসলাম গাজী, বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক দেওয়ান, চাঁদপুর কক্সবাজার আয়ান পরিবহনের প্রতিনিধ আহছান উল্যাহ সেন্টু পাটোয়ারীসহ অরো অনেকে।