
মহসিন হোসাইন: কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সকল স্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গতকাল (১৯ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে গিয়ে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন।
সমাবেশে তারা স্লোগান দিয়ে বলেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কুয়েট তোমার ভয় নেই, আমরা আছি তোমার সাথে। এইভাবে একনাগাড়ে তারা স্লোগানের মাধ্যমে সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শিক্ষার্থী রবিউল আলম, সাগর, ইসরাত, মুজাহিদ সিহাব, সিফাত (নাগরিক কমিটি) , রাকিব ভুঁইয়াসহ, সিহাব মির্জা, রাহাদ, তামিম, কামরুল, ফাহিম, আরাফাত, জাহিদ, রাকিব, রায়হান, আশিকসহ অন্যান্যরা।