
মহসিন হোসাইন : চাঁদপুরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্তৃক আয়োজিত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা জনশক্তি ও কর্মসংস্থান মিলনায়তন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান সরকারি পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান বলেন, দক্ষকর্মী হলেই বিদেশের মাটিতে মূল্যায়ন পাবেন। দেশ বিদেশ সব জায়গায় দক্ষ জনবলের সংকট রয়েছে। আপনারা যদি দক্ষ হয়ে বিদেশে যান বা দেশে কর্মসংস্থান সৃষ্টি করেন, আপনি নিজেই বেশি লাভবান হবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর ইঞ্জিনিয়ারিং অব মেরিন টেকনোলজি ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আকতার হোসেন, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদফতর উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন প্রতিষ্ঠানের আগত মেহমানগণসহ ট্রেনিংয়ে আশা বিদেশগামী যাত্রীরা।