চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে চাঁদপুর জেলা গণআধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সম্মুখে (পুরনো বাস স্ট্যান্ড) এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর- হাইমচর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সামিউল প্রধান, ওমর সালমান, হাসান মিজি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টার মাইন্ড (শেখ হাসিনা) সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, এবং বিচারিক প্রতিক্রিয়ার গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

বক্তারা আরো বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্খায় রাষ্ট্র সংস্থার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে কার্যকর, সংস্কার নিশ্চিতে গণঅভ্যুত্থানের অংশজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট অর্থ পাচার জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪ ২০১৮ এবং ২০২৪ সালের ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন সুমন, যুগ্ম সদস্য সচিব অলিউল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিক, সাধারণ সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম পারভেজসহ আরো অনেক নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল। সারা দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

সম্পর্কিত খবর