
স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের রাষ্ট্রিয় পুরস্কারপ্রাপ্ত সমবায় প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ২৫ তম বার্ষিক সাধারণ সভা, ফ্যামিলি ডে এবং জমকালো সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে’র আয়োজনটি সমিতির বৃহত্তর পরিবারের মিলনমেলায় পরিনত হয়।
সন্ধ্যায় রাষ্টীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড -এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।
তিনি বলেন, একটা সমবায় সমিতি এত জৌলুশ পূর্ণ হতে আমার জানা ছিল না, বাংলাদেশের প্রতিটি জেলায় এমন একটি করে সমবায় থাকা দরকার, শিক্ষার প্রসারে এ সমিতি পরোক্ষভাবে কাজ করছে। তবে এর পাশাপাশি সামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
এসময় তিনি বলেন, সমবায়ের ম্যাধমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দুর করা যায়, পরে এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।