
স্টাফ রিপোটার : জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেল বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা দক্ষিন জেলার সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার। জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের স্বাধীনতাসার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীনভাবে ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। ক্যাঙারু বিচার ব্যবস্থার মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা ও কারান্তরীণ করা হয়েছে।
তবে ৫ আগস্ট দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর অনেকেই কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে জামায়াত নেতা আজহারকে মুক্তি দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। জনগণ আশা করেছিলো তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। মিথ্যা মামলার আসামীরা মুক্তি পাবে।
কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আজও মুক্তি পাননি। এজন্য জামায়াত আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জেলা জামায়াত নেতা, অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক শাহ আলম, নাছির উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের শহর সভাপতি মো: মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খালিল, ফরিদগঞ্জ উপজেলা আমীর মাও: ইউনুস হেলাল, হাজীগঞ্জ উজেলা আমীর মাওলানা কলিমুল্লা, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী,
মতলব উত্তর আমীর অধ্যাপক আবুল বাসার, হাজীগঞ্জ পৌর আমীর মাও: আবুল হাসানাত পাটওয়ারী, হাইমচর উপজেলা আমীর আবুল হোসাইন, কচুয়া উপজেলা আমীর এড: আবু তাহের মেজবাহ, শাহরাস্তি পৌর আমীর মাও: জাহঙ্গীর আলম। সমাবেশ পরে বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে বায়তুল আমিন চত্তরে এসে সমাপ্ত হয়।
এ সময় বক্তারা বলেন, কঠোর হুশিয়ারি দিয়ে অবিলম্বে জননেতা মুহাম্মদ আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় জামায়াতের দেশ প্রেমিক নেতা কর্মী সহযোগীদের নিয়ে রাজ পথের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে এবং এই জন্য দেশের যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে হুশিয়ারী দেন।
আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি খুবই গুরুত্বপূর্ণ,কারণ স্বৈরাচার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, সুতরাং কঠোর আন্দোলনের মাধ্যমে জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত জীবনে ফিরিয়ে নিয়ে আসবো ।