চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ২ কিশোর গ্যাং আটক

মহসিন হোসাইন: চাঁদপুরে সেনাবাহিনী ও মডেল থানার পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ কিশোর গ্যাং আটক করা হয়েছে।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন আল আমিন ছাত্রীশাখা উকিলপাড়া মোড় ১০নং ওয়ার্ড পাকা রাস্তার উপর অভিযান পরিচালোনা করে তাঁদেরকে আটক করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিক নির্দেশনায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) একরামুল হক এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম ১৮ ফেব্রুয়ারি-২৫ রাত অনুমান ৩ টায় চাঁদপুর সদর মডেল থানাধীন আল-আমিন ছাত্রীশাখা উকিলপাড়া মোড় ১০নং ওয়ার্ড পাকা রাস্তার উপর অভিযান পরিচালোনা করে কিশোর গ্যাং সদস্য

১। মিলন (২২), পিতা-ইউসুফ আলী, মাতা-মুন্নি বেগম প্রকাশ মনি, সাং-মধ্য শ্রীরামদি, পুরাতন বাজার, দুলু খান বাড়ী, ওয়ার্ড নং-০২, এ/পি সাং-পুরাতন আদালত পাড়া, বাসা নং-৪৩, মজুমদার বাড়ী, জয়নালের ভাড়াটিয়া, ১০নং ওয়ার্ড, ২। জাহিদ হাসান (১৯), পিতা-জাহাঙ্গীর খান, মাতা-রুমা বেগম, সাং-পুরাতন আদালত পাড়া, নতুন বাজার, খান বাড়ী, এ/পি সাং-জোর পুকুর পাড়, গাজী বাড়ী, ছত্তার বাড়ীর ভাড়াটিয়া, উভয় থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে আটক করতে সক্ষম হয়।

ধৃত ১নং আসামী মিলন (২২) এর হেফাজত হইতে (ক) একটি স্টিলের চাপাতি, হাতল সহ লম্বা ১১ ইঞ্চি, যাহার গায়ে আর এফ এল লেখা আছে, ধৃত ২নং আসামী জাহিদ হাসান (১৯) এর হেফাজত (খ) ১ টি স্টিলের কিরিচ, লম্বা হাতল সহ ২৩ ইঞ্চি, (গ) ১ টি স্টিলের জং ধরা ছুরি, হাতল সহ লম্বা ২৩ ইঞ্চি, উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-৬০/২০২৫ইং, জিআর নং-১৪৯/২৫, তাং-১৮/০২/২০২৫ইং ধারা-৪(১)/৫ আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী/২০২৪) রুজু পূর্বক আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর