ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা

মহসিন হোসাইন: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা ও ধার্য আদায় করা হয়েছে।

গতকাল (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ বাহিনীর অভিযানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান এর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক যৌথভাবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের উপর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯, এর ৫(১) ও লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মোট ২ টি ইটভাটাকে মেসার্স চরবসন্ত ব্রিক ফিল্ড। চরবসন্ত, ফরিদগঞ্জ, চাঁদপুর’কে ৪ লক্ষ টাকা এবং মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিক ফিল্ড।গাজীপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর’কে ৫ লক্ষ টাকা ধার্যকৃত জরিমানা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে ইটভাটা সমূহের কাঁচা ইটগুলো বিনষ্ট করে দেওয়া হয়।

অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণ সক্রিয় সহযোগিতা করেন।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর