যারা আ’লীগের সাথে আতাঁত করে রাজনৈতিক করছেন তারা সাবধান হোন : সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার : হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, আমরা দির্গ ১৭ বছর পর এমন একটি খোলা মাঠে সবাইকে নিয়ে একত্রিত করে অনুষ্ঠান করতে পারছি। আমরা হাজারো নির্জাতনের স্বীকার হয়েছি, তবুও আপনাদের ছেড়ে যাইনি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপোশ হীন নেত্রী। জুলুম অত্যাচার করাতেই ফেসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা সবাই ঐক্য আছি, ঐক্যের বিকল্প নেই। যারা বিগত দিন আওয়ামী লীগের সাথে আতাঁত করে রাজনৈতিক করছেন,তারা এখন থেকেই সাবধান হয়ে যান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজ¦ী মোঃ কামাল হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাসার বাসু মাঝির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আমিন উল্লাহ বেপারী, সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, জেলা বিএনপির শিল্প ও বানিজ্যক সম্পাদক মোঃ আলমগীর হোসেন জুয়েল।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান শেখ, প্রভাষক হারুনুর রশিদ, মোঃ বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার আবু তাহের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক কোষাদক্ষ্য আব্দুর রশিদ খান, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ জহিরুল ইসলাম মাঝি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, উপজেলা মৎসবীজীদলের সভাপতি মোঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ স্বপন বেপারী, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারী,

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মেজর, যুবদল নেতা মোঃ ইউনুস কোতওয়াল, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদ কোতওয়াল, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ হাইমচর উপজেলা শাখার আহবায়ক মোঃ সবুজ মিয়া পেদা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল খালেক খান, ইসহাক খোকন, সদস্য আব্দুল কুদ্দুস মেহনতি, আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য মোঃ দিদারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হোসাইন, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর