
চাঁদপুর খবর রির্পোট: প্রতি বছরের ন্যায় এবছরও এলাকাবাসির উদ্যোগে এলাকায় সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৫ ও ৬নং (পাইকদী, ভাটের গাঁও ও কদ্দি পাঁচ গাঁও) ওয়ার্ডের সমন্বয়ে ৪০জন আলেম দিয়ে খতমে ইউনুস (বড় খতমের) আয়োজন করা হয়েছে।
গতকাল চাঁদপুর আল আমিন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.ম বিলাল হোসাইন এর পরিচালনায় সোয়া লক্ষ্য বার খতমে ইউনুস পাঠ করা হয়।
শাফা খতমে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক শাহমাহমুদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এইচ এমন মিজানুর রহমান মৃধা, শাহতলী কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, শাহতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা নাছির হোসাইন,
চাঁদপুর আল আমিন মাদরাসার প্রভাষক মাওলানা রিয়াদ হোসাইন চাঁদপুরী, ৫ ও ৬ নং ওয়ার্ড এলাকার সকল মসজিদের খতিব ও ইমামগন এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা কামাল হোসাইন।