
চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় জাতীয়বাদী মুক্তিযোদ্ধ দল চাঁদপুর জেলার শাখার দেড় শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছে।
সোমবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিল সহকারে অংশ নেয়।
এসময় মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুলর ইসলাম বরকন্দাজ, হাফিজুর রহমান ঢালি, আবুল কালাম চিশতী, মোঃ হাফিজুর ঢালী, ব্যাংকার মুজিবুর রহমান, সালাউল্যা, আব্দুল হাই, বি এম মহসিন নয়ন, মফিজুল ইসলাম, আনাউলৗা পাটওয়ারী, নুরুল ইসলাম, সুলতান আহমেদসহ চাঁদপুরসদর উপজেলা, হাজীগঞ্জ, শাহারস্তি, ফরিদগঞ্জ, কচুয়া ও মতলব উত্তর এবং দক্ষিণের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ল মিন্টু ও সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।