
স্টাফ রিপোর্টার : শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকা বাহী সংগঠন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ১৮ সাল ও পরবর্তী সময় ২৪ এ গণঅভ্যুত্থানের অংশীদার থেকে দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ রসায়ন বিভাগের অডিটরিয়াম রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায়র সভাপতিত্ব করেন জিএম মানিক, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক নূর নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল বলেন, “ছাত্র রাজনীতি করা সকল ছাত্রনেতার প্রধান কাজ বেশি বেশি বই পড়া, বই পাড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। কারণ সমাজে জ্ঞানী মানুষদের গ্রহণযোগ্যতা বেশি।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বার বার কারা নির্যাতিত ও হামলার শিকার চাঁদপুর জেলা গনঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, আরেক নেতা চাঁদপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ন সদস্য সচিব ওমর সালমান ও জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এইচ এম শরিফ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,
চাঁদপুর সরকারি কলেজ আহ্বায়ক ফারুক খাঁন, সদস্য সচিব আবু জাফর, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল-আমিন সুমন।
এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক ও গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিল। সারা দেশে সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারা অনুষ্ঠান শেষ করেন।