
স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসার সামনে বিশৃংখলা সৃষ্টির দায়ে ৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
এরা হলেন, চাঁদপুর পুরান বাজার ১ নং ওয়ার্ড- নাছির(৩৮) ও শফিক(৪৮) এবং প্রিন্স(৪০) (ঠিকানা অজ্ঞাত)শহরের মধ্যে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসায় গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন সময়ে বাইরে থেকে বাসার সামনে দলীয় নেতাকর্মীদের মধ্যে কয়েকজন বিশৃংখলা সৃষ্টি করছে। এই বিষয়টি তাঁর কানে গেলে তিনি তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিলের নিকট তাদের তিনজনকে সোপর্দ করেন।
পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে দেখা যায় তাঁদের দলীয় কয়েকশ নেতাকর্মী জড়ো হয়। তারা বলেন, যে তিনজনকে নিয়ে এসেছেন তাদেরকে না ছাড়লে আমাদেরকেও সাথে জেলে রেখে দিন। আমরাও তাদের সাথে থাকবো। নয়তো তাদেরকে ছেড়ে দিন।
কিছুক্ষণ পর চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কয়েকজনকে কথা বলার জন্য রেখে বাকিদের বাইরে চলে যেতে বলা হয়।
এরপর এক এক করে দলের অন্যান্য নেতাকর্মীরা থানায় আসতে থাকেন বিষয়টি নিয়ে সমঝোতার জন্য। পরে এই নিউজ লেখা পর্যন্ত পুলিশে সোপর্দ করা তিনজন থানা হেফাজতে রয়েছেন বলে দেখা গেছে।