
স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ বাজারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন অবৈধ ছয়টি ট্রাভেল এজেন্সিতে হানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এসব ট্রাভেল এজেন্সি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাজীগঞ্জ বাজারে এসব অবৈধ ট্রাভেল এজেন্সির সন্ধান মিলেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
জরিমানা করা এজেন্সিগুলোর মধ্যে বেঙ্গল ট্রাভেলস, মনোয়ার ট্রাভেলস, মজমুদার ট্রাভেলস, ভাইব্রেন্ট ট্রাভেলস ও ভূঁইয়া ট্রাভেলসকে ৩ হাজার টাকা করে এবং বিমান ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০২১-এর ১১ ধারায় উল্লেখিত ট্রাভেলস এজেন্সিগুলো থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ ও উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মো. গোলাম চিশতীয়া। এছাড়া অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দেশে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উদ্যোগ বাস্তবায়নে ঢাকাসহ বিভিন্ন জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এটি বাস্তবায়ন হলে ভ্রমণপিপাসু লোকদের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন প্যাকেজ, টিকিট এবং সেবার নামে টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার হার কমবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৯ জুলাই অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পর্যটন মন্ত্রণালয়ে আবেদন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)।
পরে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, ফেনী, কক্সবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।