বিএনপি এদেশের জনগণের ক্ষমতায় বিশ্বাস করে : রাশেদা বেগম হীরা

চাঁদপুর খবর রিপোট: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক দুইবারের এমপি কারানিযাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেছেন, এদেশের জনগণের উপর শেখ হাসিনার কোন বিশ্বাস ছিল না। তাই তিনি বারবার জনগণকে এড়িয়ে গিয়ে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু এ দেশের জনগণ তা মেনে নেয়নি। যারফলে তাকে দেশ থেকে পালিয়ে হতে হয়েছে ।

গতকাল ১৭ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শহরের হাসান আলী মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ,অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি এদেশের জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। যার ফলে দীর্ঘ ১৭ বছর এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে। আমরা এই সরকারকে সমর্থন করি কিন্ত এই সরকারের সময়ে যেভাবে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে তা থেকে উত্তলনের একটাই পথ দ্রুত নির্বাচন।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

সম্পর্কিত খবর