
চাঁদপুর খবর রিপোট : চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিডিয়া কাপ-২০২৫ খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দাবা, ক্যারাম ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের, গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, চাঁদপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোবারক হোসেন চৌধুরী বলেন, চাঁদপুর প্রেসক্লাবে ভিন্ন মাত্রায় মিডিয়া কাপের আয়োজন করা হয়েছে। যারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সুস্থ জাতি গঠনে ক্রীড়া অপরিহার্য। আমার পক্ষ থেকে সব ধরণের সার্বিক সহযোগিতা করবো। আগামীতে চাঁদপুর প্রেসক্লাব আরো ভালো আয়োজন করবে এমন প্রত্যাশা করছি।
এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য মুনির চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস,
আল ইমরান শোভন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, তালহা জুবায়ের, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, কার্যকরী সদস্য জাকির হোসেন।