হাইমচর ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

কবির হোসন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ৫ ই অগাস্ট জাহিদ কে যারা মেরে পেলতে ছেয়েছিল, সেই মামলার আসামিরা কিভাবে অফিস করে, সরকারি কর্মকর্তার সামনে বসে। যারা সরকারি কর্মকর্তা তারা যদি ঠিক না হন, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আপনারা ভাবলে চলবে না বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনে এক মাসের মধ্যে ফ্যাসিবাদকে নামিয়ে নেওয়া হয়েছে, এই ফ্যাসিবাদকে নামানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া নির্দেশে তারেক রহমানের অনুপ্রেরণায় ১৫ বছর আমরা আন্দোলন করে এই ফ্যাসিবাদকে নামিয়েছি।

হাইমচরের আলগী উত্তর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ফ্যাসিবাদকে সরানোর জন্য একইভাবে বিএনপি যে আন্দোলন করেছে এই আন্দোলনের ফসল ধারাবাহিকতা অনলি। ছাত্র জনতা কে আমরা ছোট করে কথা বলছি না আজকের যে ছাত্র-জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি।

তিনি বলেন, আমরা গত ১৫ বছর যাবত এই ফ্যাসিবাদের কাছে বলেছিলাম আমরা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু আপনারা মইনুদ্দিন, ফখরুদ্দিনের সাথে আঁতাত করে ওই সময় ঐ নিরপেক্ষ নির্বাচন হয় নাই তার পরেও আমরা আপনাদেরকে বলেছি একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেহেতু আমরা এটি মেনে নিয়েছি। আপনাদেরকে দেশ চালানোর জন্য ২০০৯ থেকে ২০১৪ পযর্ন্ত আমরা একটি সুযোগ দিয়েছি। তারপরে আপনারা শুরু করলেন বিনা ভোটের নির্বাচন, আপনারা শুরু করলেন আগের রাতে নির্বাচন, আপনারা শুরু করলেন এক সপ্তাহ আগের নির্বাচন। আজকে সকল ফ্যাসিবাদের দোসররা কোথায়। যারা আমার আপনার আত্মীয় তাদের কেউ কোন ভাবে ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, আমাদের সামনে একেবারে সহজ রাস্তা নেই, আপনারা ধানের শীষ কে শক্তিশালী করার জন্য আজকে থেকে সকল ভেদাভেদ নিজেদের মধ্যে ভুলে গিয়ে একটি শক্তিশালী কমিটি তৈরি করবেন। সেই শক্তিশালী কমিটিকে সমর্থন করে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে দিবেন। এবং তারেক রহমানের ৩১ দফার বার্তা আপনারা পৌঁছে দিবেন।

আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে সম্মেলনে কমিটি হচ্ছে সেই দিকনির্দেশনায় এই উপজেলার উত্তর আলগি ইউনিয়নে ধানের শীষ কে আরও বেশি শক্তিশালী করার জন্য হাইমচর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে এই সম্মেলনের আয়োজন করেছে। তাদের কে ধন্যবাদ জানাই।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৩টা ২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যাহ সেলিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ আমিন উল্যাহ বেপারী, বিশেষ অতিথি হাইমচর উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম (শফিক)।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক খান, হাজী ইসাহাক খোকন, হারুনুর রশিদ, খোরশেদ আলম কোতোয়াল, সদস্য আব্দুল কুদ্দুস মেহনতী, খলিলুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদল আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহাম্মেদ আখন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২নং আলগী দূর্গাপুর (উঃ) ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধক্ষ্য আব্দুল কাদের বেপারী, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন সোহাগ সহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর