
মহসিন হোসাইন: চাঁদপুর সদর পৌরসভা কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শিক্ষার্থীরা অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করেছো। তোমরা আগামীর ভবিষ্যৎ।
তিনি বলেন, শিক্ষকতাকে চাকরি হিসেবে নিলে হবেনা, এটাকে পেশা হিসেবে নিতে হবে। আপনার মানুষ গড়ার কারিগর। আপনাদের মধ্যে কি আছে আর কি নেই সেটা বড় কথা নয়। আপনার শিক্ষার্থীকে আপনি আন্তরিকতার সহিত শিক্ষাদান করতে হবে, এটাই বড় কথা।
এসময় তিনি বিভিন্ন শিক্ষকদের উদাহরণ দিয়ে শিক্ষাথীদের শিক্ষায় আরো মনোযোগী হতে উৎসাহ প্রদান করেন। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি শিক্ষামূলক বক্তব্য প্রদান করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
বক্তব্য শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ী ছাত্রীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা- আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, অভিভাবকবৃন্দসহ সকল শিক্ষার্থী।