চাঁদপুর পৌর-ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী খান মুন্না আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে নিযিদ্ধ পৌর ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী খান মুন্না’কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে বিষ্ফোরক মামলায় ষোলঘর থেকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, মেহেদী খান মুন্না(৩১),পিতা- মৃত-আহসান উল্লাহ খান, মাতা-দেলোয়ারা বেগম,সাং-ষোলঘর (খান বাড়ী),বিটি রোড, পৌর ওয়ার্ড নং-১৫,থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর এর নামে জিআর মামলা থাকায় তাঁকে গ্রেফতার করা হয়।

যা চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-২০,তারিখ-১৮/১০/২০২৪খ্রিঃ জিআর নং-৬৩০,ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড তৎসহ ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮।

 

সম্পর্কিত খবর