আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সকলেই জানেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কিন্ত গত ১৫ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ সরকার।

গতকাল ১৫ ফেব্রুয়ারী শনিবার শহরের দক্ষিণ গুনরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,আমাদের প্রতিবেশি দেশের পড়ালেখাকে ফলোকরে আমাদের শিক্ষাকে ধ্বংসের কাছে নিয়ে গিয়েছিলো।আমি আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা আগের অবস্থায় ফিরে আসবে। এই মাদ্রাসার তেমন একটা উন্নয়ন হয়নি।আগামী দিনে যদি সুযোগ হয় তাহলে এই মাদ্রাসার উন্নয়নে চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,সহ- সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারনূর রশীদ,আনোয়ারা ইসলাম সমাজ কল্যান ট্রাস্টের সভাপতি আসাদুজ্জামান সুজন।

আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার ও সমাজ কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূইয়ার পরিচালনায় এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সবশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত খবর