
চাঁদপুর খবর রির্পোট: আগামী ১৭ ফেব্রুয়ারী চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে।
শুক্রবার বিকেলে (১৪ ফেব্রুয়ারী) শহরের বেগম জামে মসজিদের সামনে মুনিরা ভবন মাঠে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক ইউনিটসমূহের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি এই প্রস্তুতি সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর পৌর বিএনপি’র আহ্বায়ক মো. আকতার হোসেন মাঝির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক শাহজালাল মিশন।
যৌথভাবে এই প্রস্তুতি সভা সঞ্চালনা করেন চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ ও চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
সভায় এই দুইটি সাংগঠনিক ইউনিটের ৪২ জন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিকদলের জেলা উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চাঁদপুর জেলার প্রধান শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে ১৭ই ফেব্রুয়ারির জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেয়া হবে। এজন্য প্রস্তুতি সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে পৃথক পৃথক ব্যানার নিয়ে দুপুরের মধ্যে সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকতে হবে। বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়ে পাঁচটার মধ্যে শেষ করা হবে। কেন্দ্রের নির্দেশ ব্যানার ফেস্টুন প্লেকার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছবি ব্যতীত কোন ছবি থাকবে না। সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক ইউনিট সমুহের মিছিল নিয়ে আগমন এবং জনসভা স্থলে অবস্থান সার্বক্ষণিক মনিটরিং করার জন্য দুই পাশ থেকে দুটি ড্রোন ক্যামেরা কাজ করবে।
তিনি জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লব ও ফ্যাসিস্ট সরকার পটপরিবর্তনের পর চাঁদপুরে প্রথমবার বড় ধরনের জনসভা করতে যাচ্ছে বিএনপি।
এই সমাবেশকে বিএনপির আগাম নির্বাচনী শোডাউন হিসাবেও দেখছেন রাজনৈতিক স্থানীয় পর্যবেক্ষক মহল।