হাজীগঞ্জে ১শ’৬০ কেজি পলিথিন জব্দ : ১ জনকে জরিমানা

হাজীগঞ্জ অফিস : চাঁদপুরের হাজীগঞ্জে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর,চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটের মোঃ মনির হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর দুটি গোডাউন থেকে প্রায় ১৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এছাড়া, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬(ক) ও ১৫(১) এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে চাঁদপুর কোস্ট গার্ডের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় সহযোগিতা করেছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান জানান,“নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন,বিক্রয়,মজুদ ও বাণিজ্যিক ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

সম্পর্কিত খবর