চাঁদপুরে শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে অতিথিদের নিয়ে প্রীতিভোজ!

মহসিন হোসাইন : চাঁদপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গুরুত্ব না দিয়ে প্রধান অতিথিকে গুরুত্ব দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এসময় শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে নিজেরা প্রীতিভোজ করলেন। অথচ শিক্ষার্থীরা সকাল থেকেই না খেয়ে অনুষ্ঠানের শেষের জন্যে দাঁড়িয়ে রইলো।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সরজমিনে শহরের পীর মহসিন উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্রই দেখা গেলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯ টা থেকে শুরু হওয়া বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি আসেন দুপুর আড়াইটায়। তিনি এসে মঞ্চে থেকে শিক্ষার্থীদের ২ টা নৃত্য পরিবেশনা দেখলেন। এরপরেই শিক্ষকরা শুধুমাত্র তাদের আপ্যায়নের জন্যে দুপুরের খাবার বিরতি দেন। যেখানে বিরতিটা শুধুমাত্র অতিথিদের জন্যে প্রযোজ্য হয়,যা শিক্ষার্থী বা অভিভাবকদের জন্যে প্রযোজ্য ছিল না। পরে অতিথিদের নিয়ে চলে দুপুরের খাবার। খাবার শেষে দেখা গেল ভিন্ন চিত্র। দুপুরের খাবার খেয়েই অতিথিদের নিয়ে বিদ্যালয়ের জায়গা সংক্রান্ত কাজে ব্যস্ত হযে পরেন অতিথি ও শিক্ষকবৃন্দ। এদিকে ছাত্রীরা যে দাঁড়িয়ে আছেন না খেয়ে, সেখানে ওনাদের খেয়াল হলো। পরে ৪টায় পুরস্কার বিতরণ শেষ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানায় আমাদেরকে সকাল ৯-১০ টায় আসতে বলছে। আমরা এই পর্যন্ত না খেয়ে আছি। এখন বেলা ৪ টা। আমরা সারাদিন না খেয়ে থাকার পর, এখন কয়েকজন মিলে ঝালমুড়ি খেয়েছি।

এছাড়াও কয়েকজন অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার মেয়ে না খেয়ে এখনো এখানেই বসে আছে। না জানি কোনো সময় ঘুরে পড়ে। আমরা চলে যাই, এমন অনুষ্ঠানের দরকার নেই।

প্রীতিভোজের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা জানান, ওনারা আমাকে প্রধান অতিথির গ্যাষ্ট্রিকের সমস্যা আছে। তিনি ৩টা পর্যন্ত না খেয়ে থাকেন না। তাই এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রধান অতিথি গুরুত্বপূর্ন।

এসময় তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আপনারা ২ লাইন লেইখেন। আমিও দেখে নিবো।
এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া গণমাধ্যমকে জানান, আমি এই বিষয়ে সম্পূর্ণ নিষেধ করেছি। এখানে আমার কোনো অনুমতি নেই। এটা ওনারাই করেছেন ।

সম্পর্কিত খবর