
সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানা ভূক্ত হত্যা মামলার আসামী জাহিদকে গ্রেফতার করা হয়েছে ।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ্ আহাম্মদের সার্বিক দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিক্তিতে এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ মতলব দক্ষিণ থানার উত্তর দিঘলদী অভিযান পরিচালনা জিআর-১০৪/২৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জিহাদ বকাউল (১৯), কে গ্রেফতার করা হয় । তার পিতা-জামাল বকাউল,গ্রাম দক্ষিণ দিঘলদী। সে দিঘদিন যাবত পলাতক ছিল । জিহাদ বকাউল কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
উল্লেক্ষ ২০২৩ সালে উপজেলার নওগাঁও এলাকার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ মৃত্যু হয় । ওই সময় জাহিদ ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। অবশেষে ওই মামলার পলাতক আসামী জাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়ে পুলিশ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।