চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহছানুজ্জামান মন্টুর ইন্তেকাল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ টাইমস ও বাংলাদেশ বেতারের চাঁদপুরের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

তিনি ১৯৪২ সনে জন্ম গ্রহণ করেন। চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সনে এসএসসি, চাঁদপুর কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন। তিনি শাহতলী জিলানী চিশতি কলেজ,

পুরান বাজার কলেজের অর্থনীতির শিক্ষকও ছিলেন। চাঁদপুর মহকুমা ও জেলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, রেডিও বাংলাদেশের আজীবন জেলা সংবাদদাতা, দৈনিক আজাদ, ইধহমষধফবংয ঞরসবং, প্রবীণ হিতৈষী সমিতির সেক্রেটারি, ঔষধ সমিতির সভাপতি, নাটাব, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আজীবন সম্পৃক্ত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ ঐতিহ্যবাহী সকদী রামপুর গ্রামে। গতকাল (১২ ফেব্রুয়ারী) বুধবার বাদ আছর পয়াল গাছা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের শোক :

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।

দৈনিক চাঁদপুর খবর সম্পাদকের শোক :
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

সম্পর্কিত খবর