চাঁদপুরে এসডু পাটোয়ারীর বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানাবে পুলিশ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলোচিত ঠিকাদার ও ভূমিদশ্যু বির্তকিত তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী বিরুদ্ধে তিনটি নাশকতা মামলায় ৫দিন করে ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানাবে পুলিশ।

সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাগন আদালতে পৃথক পৃথকভাবে লিখিতভাবে এই রিমান্ডের আবেদন জানাবে । আগামী রবিবার রিমান্ডের শুনানী হতে পারে । তিনি তিনটি নাশকতা মামলায় আটক হয়ে জেলা কারাগারে আছেন। চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনটি মামলায় ৫দিন করে মোট ১৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারীকে তিনটি মামলায় মোট ১৫ দিনের আবেদন করা হবে। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাগন আদালতে পৃথক পৃথকভাবে এই আবেদন জানাবে । তিনি নাশকতা মামলার আসামী হয়ে কারাগারে আছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু)র বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার তিনটি মামলা হলো ঃ (৯ঞডঢও) চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ-১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪২৭/৪৩৬ /৩৮০/৫০৬(২)/১০৯ পেনেল কোড, ১৮৬০।

চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ-২৭ আগস্ট, ২০২৪; জি আর নং-২০২৪; ধারা-৫৮৫, তারিখ- ২৭ আগস্ট, ১৪৩/১৪৯/৪৪৭/৪৪৮/৩ ২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০ ৭/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬(২)/১০৯ চবহধষ ঈড়ফব, ১৮৬০; তৎসহ ৩/৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপ: ১৯০৮।

চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৯, তারিখ-২০ আগস্ট, ২০২৪; ধারা-১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০ ৯ পেনেল কোড, ১৮৬০; তৎসহ ৩/৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপ, ১৯০৮।

প্রসঙ্গত : গত রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বহুল আলোচিত বির্তকিত রাজনৈতিক নেতা ও ঠিকাদার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে আটক করে। তাকে এজাহারভুক্ত তিনটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.) আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঠিকাদারিসহ নানা কাজে অনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী বিরুদ্ধে। গত ১৫ বছরে পতিত আওয়ামীলীগ সরকারের আমলে চাঁদপুর সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকল কাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো আলোচিত ঠিকাদার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর কাছে।

চাঁদপুর সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিটি কাজ নিয়ন্ত্রন করতো এ ঠিকাদার। সিএসডি গোডাউনের টিআর, কাবিখার ডিও থেকে শুরু করে প্রতিটি কাজ নিয়ন্ত্রন করতো এসডু পাটোয়ারী। এসব সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত ১৫ বছরে। এমনও ঘটনা ঘটেছে, চট্টগ্রাম থেকে চালের চালান চাঁদপুর সিএসডি গোডাউনে গেলেও পুরো চালের চালান কালোবাজারে বিক্রি করে দিতেন।

অপরদিকে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল ও ওয়াসব্লকও কাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো। সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস পাশাপাশি। সিন্ডিকেটের বেশীরভাগ সদস্যরাই দুটি অফিসই নিয়ন্ত্রন করতো। চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিটি কাজ ঠিকাদার প্রতিষ্ঠান হাজীগঞ্জের রুহিদাস বনিক টেডার্স, মেসার্স শামীম ট্রেডার্স, মতলবের সোহেল, চাঁদপুরের ওমর নামের সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো।

এসব সিন্ডিকেট ঠিকাদার প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল ও ওয়াসব্লক কাজ পেতো। আর এসব কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। প্রায় প্রতিটি আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল বসানো ও ওয়াসব্লক নির্মানে নিয়মনীতির তোয়াক্কা করতো না। সর্বশেষ চাঁদপুরের সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যানমন্ত্রী ডা:দীপু মনির সহযোগিতায় চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সব কাজ করতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

এদিকে চাঁদপুরে আওয়ামীলীগের নেতাদের এসডু পাটোয়ারী আটকে এলাকার জনমনে স্বস্তি । চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী তিনটি নাশকতা মামলায় আটকে জেলা আওয়ামীলীগের অংগসংগঠনের নেতাদের কর্মীদের মাঝে আতংক দেখা দিয়েছে। এতে ফ্যাসিস্টবাদীরা গা ঢাকা দিচ্ছে। বিশেষ করে চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তারা আত্মগোপন করছেন।

অন্যদিকে এসডু পাটোয়ারী আটকে উত্তর ও দক্ষিণ গুনরাজদী এলাকার জনমনে স্বস্তি এসেছে। দীর্ঘ দিন তারা এসডু পাটোয়ারীর কাছে জিম্মি ছিলো। বিশেষ করে এলাকার সহজ সরল মানুষের জমি জমা দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। এলাকায় প্রভাব খাটিয়ে মানুষ কে চরম হয়রানি করতো। মানুষ তার ভয়ে কোনো আওয়াজ করতো না।

জানা যায়, চাঁদপুর শহরে তার একাধিক বাসা,বাড়ী রয়েছে। প্রতিটি এলাকায় তিনি এলাকাবাসী কে জিম্মি করে রাখতো।এখন মানুষ পুরোপুরি অনেক টা হাফ ছেঁড়ে বাঁচছেন। এদিকে গুনরাজদী, ইচলী গ্রামের যে সব লোকজনের জায়গা জমি দখল, পাওয়ায় নিয়ে নামমাত্র জোরপূর্বক কিনাসহ এ সব অসহায় ব্যক্তিরা সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। (তার বিরুদ্ধে আরো অনুসন্ধান চলছে:পরবর্তীতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ গ্রহন করেছে )।

সম্পর্কিত খবর