
মহসিন হোসাইন: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে চাঁদপুরে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, চাঁদপুর পৌরসভার এই উদ্যোগটি প্রশংসনীয়। আপনারা যারা কাজ করবেন মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে, আপনারা অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে বিভিন্ন ড্রেন, নিষ্কাশন জায়গা গুলোতে ভালোভাবে এই ধূয়াটা দিবেন। যেন মশার উপদ্রব থেকে পৌরবাসী কিছুটা হলেও স্বস্তি পায়।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর পৌরসভা সচিব- মোঃ আবুল কালাম ভূঁইয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম সালাউদ্দিন, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ শাহজাহান খানসহ অন্যান্যরা।
চাঁদপুর সদর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া জানান, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুর সদর পৌরসভায় মশক নিধন কর্মসূচি কার্যক্রম পৌরসভার ১৫ টি ওয়ার্ডে চলবে। এছাড়াও প্রত্যেকটি ওয়ার্ডে ১ দিন করে পর্যায়ক্রমে এ কাজ অব্যাহত থাকবে।