চাঁদপুরে ওয়ার্ড ছাত্রলীগের কাকন ও স্বেচ্ছাসেবকলীগের বেলায়েতসহ আটক ৩

স্টাফ রিপোর্টার: নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের ১৩ নং ওয়ার্ড সভাপতি কাকন গাজী ও বাগাদী ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত সহ ৩ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁদেরকে আটক করা হয়। এরপর গতকাল (১২ ফেব্রুয়ারি) তাঁদেরকে কোর্টে প্রেরণ করা হলে সেখান থেকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, এসআই (নিরস্ত্র) মকবুল হোসেন,মোঃ নুরুল আলম,এসআই(নিরস্ত্র) মোঃ নাজমুল হক এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম গত ১২/০২/২০২৫ তারিখ চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড ষোলঘর পাকা মসজিদ এলাকা থেকে সদর পৌর ১৩নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি এজাহারনামীয় আসামী ১। কাকন গাজী(৩২),পিতা-মৃত মিজান গাজী, মাতা- সেলিনা বেগম, সাং-মধ্য তরপুরচন্ডী, ষোলঘর পাকা মসজিদের দক্ষিন পার্শ্বে গাজী বাড়ী, ১৩নং পৌর ওয়ার্ড, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, চাঁদপুরকে আটক করেন ।

যার চাঁদপুর সদর মডেল থানার , এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; ধারা- 143/447/448/341/427/436/380/506(2)/109 The Penal Code, 1860;
তার নামে এজাহারনামীয়, চাঁদপুর মডেল থানার মামল নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/

৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ পেনাল কোড, ১৮৬০; তৎসহ ৩/৪ The Explosive Substances Act, 1908 ১৯০৮ এর তদন্তে সন্দিগ্ধ আসামী, চাঁদপুর মডেল থানার, মামলা নং-২৫, তারিখ- ২৭ আগস্ট, ২০২৪ ধারা- ১৪৩/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬(২)/১০৯ পেনাল কোড, ১৮৬০; তৎসহ ৩/৪ The Explosive Substances Act, 1908. এর এজাহারনামীয় আসমী, চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-১০১, তারিখ- ০৫ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৩২/ ৩৩৩/৩৫৩/১৮৬/৩০৭/৪৩৬/৩৭৯/ ৩৮০/ ৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ এর তদন্তে সন্দিগ্ধ, এছাড়াও অন্য এক গ্রেফতারকৃত আসামী বাগাদী ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিজি মিজি(৬০), পিতা-মৃত মোঃ আবদুল হক মিজি, মাতা -নুরজাহান বেগম, সাং-নানুপুর, থানা ও জেলা-চাঁদপর। চাঁদপুর মডেল থানার মামল নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ পেনাল কোড, ১৮৬০; তৎসহ ৩/৪ The Explosive Substances Act, 1908 ১৯০৮ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

৩ নং গ্রেফতারকৃত আসামী আওয়ামীলীগ এর সক্রিয় সদস্য মোঃ আবুল হোসেন ফরাজী(৬৩),পিতা-মৃত বেলায়েত হোসেন ফরাজী, সাং-বালুরচর পৌরসভা ০১নং ওয়ার্ড, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এর, চাঁদপুর মডলে থানার ,এফআইআর নং-২০, তারখি- ১৮ অক্টোবর, ২০২৪; জি আর নং-৬৩০, তারখি- ১৮ অক্টোবর, ২০২৪; সময়- ১০.১০ ঘটিকায় ধারা- 143/323/324/326/307/506 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908;

সম্পর্কিত খবর