
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার অভিযানে এফআইআর নং-৪০, তারিখ-১১ ফেব্রুয়ারি, ২০২৫ জি আর নং-১২৯, তারিখ-১১ ফেব্রুয়ারি, ২০২৫; সময় ১৬.৪৫ ঘটিকা ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) মামলার ১আসামী গ্রেফতার করা হয়েছে।
গতকাল চাঁদপুর সদর মডেল থানার অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মামলার অন্য আসামীরা হলো ১. বেলাল হোসেন(৩৮),পিতা নাম: মৃত রুহুল আমিন প্রঃ ছিদ্দিক উল্যা, সাং-রফিকপুর, উপজেলা- বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী, ২. মোঃ সুজন(২৯),পিতার নাম: সেলিম,সাং-রাজারামপুর , থানা সেনাবাগ, জেলা – নোয়াখালী, ৩. লিটন(২৫),পিতার নাম: ইউছুফ মেকার, সাং- রফিকপুর , উপজেলা- বেগমগঞ্জ, জেলা – নোয়াখালী, ৪. আঃ হালিম রকি(২৩),পিতার নাম: কবির হোসেন, সাং-কাদিরপুর , উপজেলা- বেগমগঞ্জ, জেলা: নোয়াখালী, ৫. মামুন(৩৮),পিতার নাম: আজিজুল হক,সাং- চরআবাবিল, উপজেলা: রায়পুর,, জেলা: লক্ষীপুর, সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন ।