চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক 

মহসিন হোসাইন:  অপারেশন ডেভিল হান্ট চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড সিসা কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতি সহ ৫ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদেরকে আটক করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, অপারেশন ডেভিল হান্ট চলাকালীন জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের অফিসার ইনচার্জ, মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মাজহারুল হক, এসআই (নিঃ)/ মোঃ মিজানুর রহমান, এএসআই (নিঃ)/শামছুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ যৌথবাহিনীর সমন্বয়ে গতকাল (সোমবার) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

এসময় তিনি আরো জানান, চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডি সাকিনস্থ ওয়্যারলেছ বাজার গাজী বাড়ী রোড সংলগ্ন জনৈক ইবু গাজীর মালিকানাধীন আবাসিক মেছে অভিযান পরিচালনা করিয়া ১। বেলাল হোসেন (৩৮), পিতা-মৃত রুহুল আমিন প্রঃ ছিদ্দিক উল্যা, সাং-রফিকপুর, থানা-বেগমগঞ্জ, ২। মোঃ সুজন (২৯), পিতা-সেলিম, সাং-রাজারামপুর

, থানা-সেনাবাগ, ৩। লিটন (২৫), পিতা- ইউছুফ মেকার, সাং-রফিকপুর, থানা,

বেগমগঞ্জ, ৪। আঃ হালিম রকি (২৩), পিতা-কবির হোসেন, সাং-কাদিরপুর, থানা-বেগমগঞ্জ, সর্ব জেলা-নোয়াখালী, ৫। মামুন (৩৮), পিতা-আজিজুল হক, সাং-চরআবাবিল, থানা-রায়পুর, জেলা-

লক্ষীপুরদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে পাওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্রশস্ত্র, ও অন্যান্য যন্ত্রপাতি এবং মেছের সামনে রাখা ডাকাতি কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহিন হলুদ রংয়ের একটি মিনি ট্রাক(নাম্বার- ঢাকা মেট্রো ন: ১২-৫৭৫৬) উদ্ধার করে জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাসহ ডাকাতির প্রস্তুতির দুটি মামলা করা হয়েছে। যার চাঁদপুর মডেল থানার, এফআইআর নং-৩৯, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-১২৮, তারিখ-১১ ফেব্রুয়ারি, ২০২৫; সময় ১৬.৩৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০

এবং অপরটি চাঁদপুর মডেল থানার , এফআইআর নং-৪০, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২৫; জি আর নং-১২৯, তারিখ-১১ ফেব্রুয়ারি, ২০২৫; সময় ১৬.৪৫ ঘটিকা ধারা- 1878 সালের অস্ত্র আইনের 19A/19(F)

ডাকাতি কাজে ব্যবহৃত উদ্ধারকৃত মালামাল গুলো হলো- ১। ১টি লোহা এবং কাঠের তৈরি সচল দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), বাটসহ দৈর্ঘ্য ১ ফুট ২ ইঞ্চি। কাঠের বাটের উপরের অংশে ভাঙ্গা। ২। ৩ রাউন্ড দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এর সিসা কার্তুজ।

৩। ডাকাতের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহিন হলুদ রংয়ের মিনি ট্রাক (নাম্বার- ঢাকা মেট্রো ন: ১২-৫৭৫৬)।যাহা কোম্পানী ASHOK LEYLAND, DOST, মডেল ৬/২৩, ইঞ্জিন নং-PPH28835 এবং চেচিস নং-MBLAA22E8PRGL4843

৪। ১টি লোহার তৈরি হলুদ রংয়ের কাটার। যাহা লম্বায় ৩৬ ইঞ্চি এবং গায়ে ৯০০ লেখা।

৫। ১টি ANSLE GRINDER। যাহার মডেল নং-AGR-100 দৈর্ঘ্য অনুমান ১০ ইঞ্চি।

৬। ১টি হাতুরি। যার গায়ে HAMMER KINS লেখা আছে এবং যার দৈর্ঘ্য ১২ ইঞ্চি।

৭। ১টি ১০ ইঞ্চি সেলাই রেঞ্জ।

৮। ১টি গুটি রেজ। যাহার গায়ে CHROME VANADIUM লেখা। ৯। ১টি প্লাস। যার গায়ে WELLO 60 MM লেখা আছে।

১০। ২টি লোহার পাইপ। যাহার একটির দৈর্ঘ্য ২ ফুট ৪ ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য ২ ফুট ১.৫ ইঞ্চি। ১১. ৩টি ছুরি, যাহার দৈর্ঘ্য যথাক্রমে বাট সহ ২ ফুট ২.৫ ইঞ্চি, ১ ফুট ৩ ইঞ্চি এবং ১ ফুট। ১২. নাইলনের রশি, যাহার ওজন অনুমান ১ কেজি। ১৩. আসামীদের ব্যবহৃত ৫ টি মোবাইল ফোন। ১৪. ১টি ছোট টর্চ লাইট।

সম্পর্কিত খবর