হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে কারেন্ট জাল সহ ৪ জেলে আটক

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর সদর উপজেলা হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল,৩ টি নৌকা সহ ৪ জেলেকে আটক করতে সক্ষম হয়।

হরিনা ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন চলতি মাসের পহেলা ফেব্রুয়ারী থেকে এস আই নূর উদ্দিন,হাসান, কাওসার সহ অন্যআন্য সদস্যদের কে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। এসময় তিনি আরো বলেন চলতি মাসের ১ তারিখ হতে ৬ তারিখের মধ্য বিশেষ একটি অভিযান করে ৩টি নৌকা ডুবিয়ে দেওয়া।

মালিক বিহীন নদীতে জাল পাতানো অবস্থায় ১লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং তাৎক্ষণিক পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য আইনে নিয়মিত মামলায় ৪জন জেলে ১. মোঃ সিয়াম (২২),২. মোঃ রাকিব (২০), ৩.মোঃ মামুন (২৫), ৪.মোঃ আশিক ভূঁইয়া কে জেল হাজতে প্রেরন করা হয়।

 

সম্পর্কিত খবর