চাঁদপুরে তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান

মহসিন হোসাইন: এই শহর আমার,এই দেশ আমার পরিস্কার রাখার দায়িত্ব‌ও আমার। চলো যাই যুদ্ধে, শব্দ দূষণের বিরুদ্ধে এই স্লোগানে চাঁদপুরে তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুর পৌরসভা এলাকায় সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া এর সভাপতিত্বে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা চাঁদপুরবাসী পলিথিন মুক্ত শহর গড়তে চাই। পলিথিন নির্দিষ্ট জায়গায় রাখাটা সকলের কর্তব্য। তিনি আরো বলেন, ইতোমধ্যেই আপনারা শুনেছেন যে, শহরের ২০ টি স্পটে তরুণরা এগুলো নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর ইলিশ চত্বর থেকে শুরু হ‌ওয়া পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমে উপস্থিত প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের একটাই লক্ষ্য, আমরা পলিথিন এবং পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাবহায্য ময়লা ড্রেনে ফেলবো না। এতে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে। কারণ সেখানে কৃষি জমির একটা লেয়ারে গিয়ে এই পলিথিন জমে থাকে। যার ফলে কৃষি পণ্য, ধান চাষ থেকে শুরু করে সবকিছুই উৎপাদন ক্ষমতা হারায়।

জেলা প্রশাসক বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কিভাবে পলিথিন ব্যাবহার নিষিদ্ধের জন্য সকলকে সচেতন করবো, সেই দায়িত্বটি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা, রেড় ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও গোল্ডেন ফাউন্ডেশন এর মতো সামাজিক সংগঠনগুলো। তাই তিনি চাঁদপুর পৌরসভাসহ সকল সামাজিক অঙ্গসংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

পরে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির কার্যক্রম চাঁদপুর ইলিশ চত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস থেকে বাস স্ট্যান্ড,মাতৃপীত হতে ফায়ার সার্ভিস,শপথ চত্বর হতে মোলহেড, বাবুরহাট হতে মঠখোলা ফিলিং স্টেশন এবং শপথ চত্বর হতে পাল বাজার পর্যন্ত মোট ২০ টি স্পটে এ পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির কাজ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সদর ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ, পৌরসভার কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান হান্নান, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন, সরকারি কলেজ রোভার স্কাউটসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত খবর