চাঁদপুর শহরে গ্রীন ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মহসিন হোসাইন : চাঁদপুরে গ্রীন ডায়াগনস্টিকসহ মোট তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন এর নেতৃত্বে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় চাঁদপুর গ্রীন ডায়াগনস্টিক সেন্টার কে বিভিন্ন অনিয়মের দায়ে ১ এক লক্ষ টাকা, নিউ ডেল্টা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার ও নিউ ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা শেষে ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন জানান, বিভিন্ন অনিয়ম এর জন্য তাঁদেরকে এ অর্থদণ্ড করা হয়েছে।

তিনি বলেন, চাঁদপুরে নাম্বার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার নামে পরিচিত গ্রীন ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু তাদের এতো অনিয়ম সেটা স্বচক্ষে না দেখলে বুঝাই মুশকিল। মাত্র সপ্তম শ্রেণী পাশ একটি মেয়ে দিয়ে ইসিজি করায় গ্রীন ডায়াগনস্টিক সেন্টার। এগুলো মানুষের চোখে ধূলো দেওয়া আর ধোঁকাবাজি ছাড়া কিছুই না।

এছাড়াও তাঁদের এক্স-রে রুমের নিরাপত্তার জন্য লেডশিট নাই। লেডশিট ব্যাবহারের কথা থাকলেও তা ব্যাবহার করছেন না। যা কিনা বাধ্যতামূলক থাকার কথা ছিল। কিন্তু তারা সেটি ব্যাবহার করেন না। এদিকে প্যাথলজিতে গিয়ে দেখা যায় ব্যবহার করছেন মেয়াদ উত্তীর্ণ (এক্সপায়ার্ড)ওষুধ। যাকে দিয়ে এক্সরে করাচ্ছেন তাঁর কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই,তাঁকে দিয়ে করাচ্ছে এক্সরে।

দীর্ঘদিন এই অনিয়মের বেড়াজালে গ্রীন ডায়াগনস্টিক সেন্টারসহ বাকিরাও রমরমা ব্যাবসা করে যাচ্ছেন শহরের মধ্যে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাধারণ মানুষকে ঠকিয়ে দিনের পর দিন তাঁরা এই অনিয়ম করে যাচ্ছেন।

তাই নানান অনিয়মের কারণে এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং নিয়মবহির্ভূত কাজ করায় এক্স-রে রুমগুলো বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো জানান, ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ও সহযোগীতা করেন ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস।

সম্পর্কিত খবর