তরপুরচন্ডীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে নির্মাণ কাজ !

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে নির্মাণ কাজ করছেন মোঃ মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম।

সোমবার দুপুরে শহরের ওয়ালেস এলাকার মধ্য তরপুরচন্ডী বরকন্দাজ বাড়ির পূর্ব পাশে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, ২০২৪ সালের ২৩ অক্টোবর মোঃ আব্বাস বরকন্দাজ চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দীকের আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারার জন্য দরখাস্ত করেন। যার নং- ১২১০/২০২৪। পরবর্তীতে বিবাদী মোঃ মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম কে (স্মারক নং-১৩৫৪) ২৯ ডিসেম্বর কারণ দর্শাতে নির্দেশ দেন আদালত।

পরবর্তীতে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার আদালতে বাদী মোঃ আব্বাছ বরকন্দাজ (স্মারক নং-১৮৪) হাজির হলেও বিবাদী মোঃ মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম অনুপস্থিত ছিলেন। বিচারক ১৮৮ ধারা দন্ডবিধি ভঙ্গের আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জকে আগামী ১৯ মার্চ বিস্তারিত প্রতিবেদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এজহারে উল্লেখ করা হয়, চাঁদপুর শহরের তরপুরচন্ডী মৌজার সি.এস ১৮৭ খতিয়ান সাবেক ১৭৩৮ দাগ, হাল বি.এস ৫৯০ খতিয়ানের হাল দাগ ৪৯৪৪ দাগের ভূমি প্রার্থী আব্বাস বরকন্দাজের পিতা হাকিম বরকন্দাজ মালিকের দখলে থাকাবস্থায় মৃত্যু বরণ করে। পরে নালের ভূমিতে মাটি কেটে ভরাট করে গাছপালা ও বসতঘর নির্মাণ করা হয়। ২০২৪ সালের ২০ অক্টোবর রোববার দুপুর ১২ টায় মোঃ মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলমসহ আরোও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন।

পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে জোর পূর্বক অন্যায় ও বেআইনীভাবে দখলের হুমকি দেয় বাদী আব্বাস বরকন্দাকে। পরে আব্বাস বরকন্দাজ চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারার বিধান মতে স্থিতাবস্থার জন্য একটি আবেদন করেন।

মোঃ আব্বাস বরকন্দাজ বলেন, তারা মালিকানা স্বত্ব স্বার্থ কিছুই নাই বা ছিল না। বর্তমানে এই ৩১ শতাংশ জমিতে শান্তি ভঙ্গের আশংকা রয়েছে। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

নালিশী তফসিল ভূমিঃ সাবেক জেলা ত্রিপুরা পশ্চাত্বে কুমিল্লা হাল চাঁদপুর জেলার চাঁদপুর উপজেলা এলাকাধীন সাবেক ২৬নং তরপুরচন্ডী মৌজার সি.এস-১৮৭, হাল বি, এস চূড়ান্ত-৫৯০ খতিয়ানভুক্ত সাবেক ১৭৩৮ দাগ হাল বি.এস ৪৯৪৪ দাগে ৩১ একর ভূমি ।

যাহার উত্তরে জাহাঙ্গীর ডাক্তার, দক্ষিণে হালেমা খাতুন গং, পশ্চিমে- বাড়ীর চলাচলের রাস্তা, পূর্বে- শাহানারা গং রয়েছে।

 

সম্পর্কিত খবর