চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পুলিশ ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন সবাই মিলে একত্রে কাজ করলে কাজ এগিয়ে যাবে। শিশু আসামি, আলামত ও জব্দকৃতস্থানের সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাজেয়াপ্ত সঠিককরণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন পিবিআই এডিশনাল ডিআইজি এস এম মোস্তাইন, চাঁদপুর জেলার পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দিন মেহেদী হাসান প্রমুখ।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চাঁদপুরের আয়োজন উপস্থিত ছিলেন চাঁদপুর বিচার বিভাগের বিচারক, ৮ উপজেলার অফিসার ইনচার্জ সহ নৌপুলিশের উদ্বতন কর্মকর্তাগণ।

সম্পর্কিত খবর