চাঁদপুরে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় স্বর্ণসহ লিটন মাঝি আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার অনিতা শিল্পালয় জুয়েলারী দোকানের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ মূল চোর লিটন মাঝিকে আটক করা হয় ।

আটক লিটন লক্ষ্মীপুর জেলার রায়পুরের চরলক্ষ্মী এলাকার শাহ আহম্মদ মাঝির ছেলে। স্বর্ণের দোকান মালিক অজিত কর্মকার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গাজী কালাম।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে আটক লিটনকে পুলিশ আদালতে প্রেরণ করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। বহিরাগত চোর চক্ররা চাঁদপুরে এসে স্বর্ণের দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান টার্গেট করে রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। স্বর্ণের দোকানে চুরি হওয়ার ঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা গাজী কালাম খুব দ্রুত গতিতে মালামালসহ চোরকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

সম্প্রতি স্ট্যান্ড রোড এলাকার কাজী ট্রেডার্স ব্যবসায়িক প্রতিষ্ঠান আবুল খায়ের টোবাকো কোম্পানির নগদ টাকাসহ ৩০ লক্ষ টাকার বিভিন্ন সিগারেট কার্টুনসহ চুরি করে নিয়ে যায়। এভাবে চাঁদপুরে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত চোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে চুরির ঘটনা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে।

পুলিশ জানায়, বহরিয়া বাজারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হওয়ার পর ওসি বাহার মিয়ার নির্দেশে তাৎক্ষণিক চোরসহ মালামাল উদ্ধার করা হয়। এছাড়া চাঁদপুরে আরো যে সকল চুরি হয়েছে সেই ঘটনায় দ্রুত চোরদের আটক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর