
স্টাফ রিপোটার : জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জলন এবং বেলুন উড়িয়ে চাঁদপুরে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মধ্যে রাখতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা মাদক, মোবাইল ও কিশোর গ্যাং এ জড়িয়ে যাচ্ছে। এ থেকে তাদের দূরে রাখার নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এ জেলা থেকে জাতীয় স্তরে ভারউত্তোলন, সাঁতার বা এথলেটিক্সএ তেমন কোন সাফল্য আমার চোখ পরেনি। আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের স্কুুল থেকে সেরা পর্যােয়ের খেলোয়ার তৈরি করার জন্য আরও ভাল ভাবে কাজ করেন। আমি চাই শিক্ষার্থীরা মাদক, মোবাইল ও কিশোর গ্যাং থেকে যেন দূরে থাকুক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ।
সাংবাদিক রফিকুল ইসলাম বাবু ও শিক্ষার্থী মেহজাবিনের যৌথ পরিচালনায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)মুকুর চাকমা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ,
হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলার ৮টি উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া শপথবাক্য পাঠ করান চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে মাহজাবিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নওশাদ হোসেন ও গীতা পাঠ করেন শ্রকিান্ত সূত্রধর।