চাঁদপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারী গ্রেফতার

চাঁদপুর খবর রিপোর্ট : সারাদেশ চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বহুল আলোচিত বির্তকিত রাজনৈতিক নেতা ও ঠিকাদার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে একাধিক নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হেফাজতে রয়েছে,পরবর্তীতে মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে । গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করেছে বলে দৈনিক চাঁদপুর খবরকে জানান ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার (ওসি) মো: বাহার মিয়া গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, সেনাবাহিনী,
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে আটক করা হয়। বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হেফাজতে রয়েছে,পরবর্তীতে মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে । তারপর আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে ,আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলায় আটক দেখানো হবে। তাছাড়াও তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। তার বিরুদ্ধে মডেল থানায় নাশকতার মামলা রয়েছে ।

এ বিষয়ে চাঁদপুরের জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব (পিপিএম) জানান, চলমান (অপারেশন ডেভিল হান্ট) অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঠিকাদারিসহ নানা কাজে অনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

গত ১৫ বছরে পতিত আওয়ামীলীগ সরকারের আমলে চাঁদপুর সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সকল কাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো আলোচিত ঠিকাদার চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর। চাঁদপুর সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিটি কাজ নিয়ন্ত্রন করতো এ ঠিকাদার । সিএসডি গোডাউনের টিআর, কাবিখার ডিও থেকে শুরু করে প্রতিটি কাজ নিয়ন্ত্রন করতো এসডু পাটোয়ারী। এসব সিন্ডিকেটের সদস্যরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে গত ১৫ বছরে ।

এমনও ঘটনা ঘটেছে, চট্রগ্রাম থেকে চালের চালান চাঁদপুর সিএসডি গোডাউনে গেলেও পুরো চালের চালান কালোবাজারে বিক্রি করে দিতেন। অপরদিকে চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল ও ওয়াসব্লকও কাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো। সিএসডি গোডাউন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস পাশাপাশি । সিন্ডিকেটের বেশীরভাগ সদস্যরাই দুটি অফিসই নিয়ন্ত্রন করতো । চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিটি কাজ ঠিকাদার প্রতিষ্ঠান হাজীগঞ্জের রুহিদাস বনিক টেডার্স, মেসার্স শামীম ট্রেডার্স, মতলবের সোহেল, চাঁদপুরের ওমর নামের সিন্ডিকেটের নিয়ন্ত্রনে ছিলো ।

এসব সিন্ডিকেট ঠিকাদার প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল ও ওয়াসব্লক কাজ পেতো । আর এসব কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে । প্রায় প্রতিটি আর্সেনিকমুক্ত ডিপ টিউবয়েল বসানো ও ওয়াসব্লক নির্মানে নিয়মনীতির তোয়াক্কা করতো না । সর্বশেষ চাঁদপুরের সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যানমন্ত্রী ডা:দীপু মনির সহযোগিতায় চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সব কাজ করতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।

এদিকে জেলা আওয়ামী লীগের পর পর দু’বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে আটকের বিষয়ে চাঁদপুরের ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান জানান, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো। ।

সম্পর্কিত খবর