চাঁদপুর সদরের ইউনিয়নগুলোতে একটি অংশের হাতে পৌঁছায়নি টিসিবির কার্ড!

চাঁদপুর খবর রিপোর্ট : সারা দেশের মতো চাঁদপুরেও কার্ডের মাধ্যমে টিসিবির কার্ড বিতরণ শুরু হয়েছে । প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বল্প দামে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি চালু হয়েছে। তবে চাঁদপুরের ১৪টি ইউনিয়নের একটি অংশ দরিদ্র পরিবার এখনো কার্ড পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর সদরের ইউনিয়নগুলোতে মাঠ পর্যায়ে সরজমিনে সার্ভে করে এ তথ্য পাওয়া গেছে ।

স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা পাচ্ছে না পরিষদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা । খুবই অসহায় অবস্থা রয়েছে তারা । সরকারি নীতিমালায় অনুযায়ী কাজ করতে পারছে না । প্রতিটি কাজে বাঁধা পাচ্ছে তারা । যদিও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে ।

এ ব্যাপারে কোন অভিযোগ পেলে তিনি সাথে সাথে ব্যবস্থা নিতে চেষ্টা করেন । সরকারি নীতিমালা অনুযায়ী মাঠ পর্যায়ের পরিষদের কর্মকর্তাদের কাজে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন ।

জানা গেছে,কার্ড দরিদ্র পরিবারের কাছে না পৌঁছানো কয়েকজন কার্ডধারী তালিকাভুক্ত সাধারণ মানুষ হতাশ। চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে টিসিবি কার্ডের বিষয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। যার কারণে হতদরিদ্রদের মাঝে হতাশা বিরাজ করছে।

জানা গেছে, মাঠ পর্যায়ে জনগনের মতামত হচ্ছে চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের প্রশাসক ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাগনের সাথে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় মতবিনিময় করা জরুরী হয়ে পড়েছে ।

চাঁদপুরে টিসিবির কার্ড বিতরণে হালনাগাদ তথ্য জানতে পাারবে ।বরাদ্দকৃতদের মাঝে শতভাগ কার্ড বিতরণ হয়েছে কিনা । সেই ভাবে ব্যবস্থা নিবে ।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও প্রশাসক আফতাবুল ইসলাম দৈনিক চাঁদপুর খবরকে জানান , চাঁদপুর সদরে টিসিবির নামে তালিকাভুক্ত হয়েও কার্ড না পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং তালিকায় অনুমোদনপ্রাপ্ত সকল জনগনের জন্য কার্ড নিশ্চিত করা হবে ।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, গত একমাস পূর্বে স্ব স্ব ইউনিয়নের টিসিবির কার্ড বিতরণ হয়েছে। যদি এখনো কোন হতদরিদ্র পরিবার কার্ড না পেয়ে থাকেন, কী কারনে এখনো পাইনি তা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর