চাঁদপুরে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

মহসিন হোসাইন: চাঁদপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (শুক্রবার)সন্ধ্যায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর এর উদ্যোগে সারা দেশে ফ্যাসিবাদী সরকার ও তাদের সন্ত্রাসী বাহিনী শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা, দমন-পীড়ন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মর্শাল মিছিল বের করে।

এসময় মর্শাল মিছিলটি চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডের ফয়সাল মার্কেটের সামনে থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শপথ চত্বরে এসে শেষ করেন।

এতে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের প্রতিনিধি রাহাত ইবনে রুবেল, নাদিম পাটোয়ারী, সিয়াম প্রধানিয়া, মোঃ কামরুল, শিহাব মির্জা, মোরশেদ আলম মুন্না, মোঃ কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অন্যান্যরা।

সম্পর্কিত খবর