
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশেরর অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ১১আসামী গ্রেফতার করা হয়েছে।
৭ফেব্রুয়ারী কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম এর সার্বিক দিক নিদের্শনায় সাচার ক্যাম্পে কর্মরত এএসআই(নিরস্ত্র) শরিফুল ইসলাম-১ কচুয়া বজুরীখোলা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভূক্ত আসামী- মাকসুদা বেগম, স্বামী- মোস্তাফা কামাল, সাং- বজুরীখোলা, পোঃ সাচার বাজার, থানা-কচুয়া, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
আরেকটি অভিযানে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামী মোস্তফা পাটওয়ারী, পিতা-বাচ্চু পাটওয়ারী, গ্রামঃ গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
চাঁদপুর সদর মডের থানার অফিসার ইনচার্জ, মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী এলাকায় অভিযান পরিচালনা করে ১। ২বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী শাহজাহান বেপারী, পিতা-মৃত ফজলুল হক বেপারী, সাং-উত্তর শ্রীরামদী,
জামতলা(বেপারী বাড়ী), ২। ১ বছর ৫ মাস সশ্রম কারাদন্ড এবং ৫ টাকা অর্থদন্ড অনাদায়ে আরোও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী অনু আক্তার, পিতা-মৃত মোঃ হাবিব হাওলাদার, মাতা-হাসিনা বেগম, স্বামী-রাকিবুল হাসান বাবু, সাং-পাইলট হাউজ, যমুনা রোড উত্তর শ্রীরামদী, বর্তমানে- জিআরপি কলোনী, ফাতেমার বাড়ীর ভাড়াটিয়া, উভয় থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।
আরেকটি অভিযানে জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকা হতে ১বছরের সশ্রম কারাদন্ড এবং ১হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী ১। মোঃ মহসিন মিজি (৪৩), পিতা-মৃত আঃ কাদের মিজি, সাং-উত্তর বিষ্ণুদী, থানা ও জেলা-চাঁদপুর ২। ফয়সাল খান (৩২), পিতা-মৃত আঃ রহমান খান, উভয় সাং-উত্তর বিষ্ণুদী, থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর সার্বিক দিক নিদের্শনায় হাজীগঞ্জ থানায় কর্মরত ১। এসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ জিআর পরোয়ানাভূ্ত আসামী মোঃ আজিম ঠোট কাটা আজিম(২৬), পিতা-মৃত. আব্দুল মান্নান, মাতা-রত্মা বেগম, সাং-টোরাগড়, ৭নং পৌর ওয়ার্ড , থানা-হাজীগঞ্জ,জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন নন-জিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জাহাঙ্গীর মিজি পিতা-মৃত কলিম উদ্দিন সাং-পশ্চিম রাজার গাঁও, মিজি বাড়ী থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর গ্রেফতার করেন। এএসআই(নিঃ) মোঃ দেলোয়ার হোসেন-১ জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী ০১। মোঃ শরীফ পিতা-মৃত জয়নাল আবেদীন সাং-চরপাড়া, মিজি বাড়ী,
৮নং ওয়ার্ড, ১২ নং দ্বাদশগ্রাম ইউপি, ০২। মোঃ ইকবাল হোসেন পিতা-রফিকুল ইসলাম সাং-রবিদাসপাড়া, মিজি বাড়ী, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন। এএসআই(নিঃ) মোঃ মোস্তফা মাজেদ জিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ আজিম, পিতা-মৃত আঃ মান্নান, সাং-টোরাগড়, তালুকদার বাড়ী, ৯নং ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ,
জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই(নিঃ) গাজী মোঃ সোহেল রানা সিআর পরোয়ানাভূক্ত আসামী বিউটি বেগম, স্বামী-আবদুল গফুর, মাতা-আমেনা বেগম, সাং-মধ্য বড়কুল, তোরাব আলী, মিয়াজী বাড়ী, পোঃ-বড়কুল, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।