
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশ ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নেও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া একই সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত ৭ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহনে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উক্ত সমাবেশ ও বিনামূল্যে সার বিতরণ করা হয়। এসময় ২’শ জন প্রান্তিক কৃষকের মাঝে ২৫কেজি হারে ইউরিয়া সার বিতরণ করা হয়।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আবদুল হামিদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কোহিনূর।
এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দেশের মানুষের কথা ভেবে, কৃষকদের কল্যাণের জন্য দেড় বছরে দেড় হাজার খাল খনন করেছিলেন। তার সেই আদর্শ থেকে বিএনপি কৃষকদের জন্য কাজ করে। তিনি বলেন, বিএনপি কৃষি বান্ধব সেবা কৃষকের ঘরে পৌছে দিতে হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় বিএনপি কেমন বাংলাদেশ চাচ্ছেন, কেমন বাংলাদেশ হবে তার রূপরেখা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বেগম জিয়া আপনাদেরকে ভালোবেসে দেশে থেকেছেন, সন্তানদের মায়া করেন নি। তাই আপনারা দলকে ভালোবেসে কাজ করবেন, কৃষকের কল্যাণে কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু তাহের খোকা। আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব গাজী।
এসময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বিএনপির দপ্তর সম্পাদক তৌহিদ মোল্লা, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার,
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু হজি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক গাজী,
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলি উল্লাহ বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জহির বেপারী, সদস্য ইকবাল খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃকদল, শ্রমিকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।