
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের শহর ও যানবাহন শাখার উদ্যোগে উচ্চশব্দ উৎপাদনকারী এক্সস্ট পাইপ ও উচ্চশব্দের হর্নযুক্ত মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) থেকে এই অভিযান শুরু হয়। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি শব্দদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
সড়কে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাঁদপুর জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে। সকল চালক ও যাত্রীদের প্রতি জেলা পুলিশের অনুরোধ- ট্রাফিক আইন মেনে চলুন এবং শব্দদূষণ মুক্ত শহর গড়তে সহযোগিতা করুন। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে চাঁদপুর শহরে সন্ধ্যা নামলেই এলইডি লাইটযুক্ত যানবাহনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়ক গুলো। যানবাহনে এ লাইট ব্যবহার করায় স্বাস্থ্যঝুঁকিসহ চলাচলের সমস্যায় পড়ছে চালক ও পথচারী।
এলইডির মাত্রাতিরিক্ত আলোর ঝলকানিতে ঘটছে অহরহ দুর্ঘটনা। সচেতনামূলক কার্যক্রমসহ এলইডি অপসারণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।