
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান আংশিক এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি ও সদস্য সচিব সামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে।