
মহসিন হোসাইন : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে আয়োজিত বই মেলা ও একই সাথে জুলাই স্মৃতি কর্ণার এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষে এই বই মেলা ও জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করা হয়।
চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বই মেলা ও জুলাই স্মৃতি কর্ণার এর উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, আমি শুরু থেকেই বই মেলাটি একটু ব্যাতিক্রম করতে চেয়েছি। তাই আজকে একটু ব্যাতিক্রমী উদ্যোগে এই আয়োজন।
জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন, বই আমাদেরকে অনেক আনন্দ দেয়। আর এই বই পড়া থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। এর কয়েকটি কারণ হিসেবে তিনি বলেন, মাঠে যদি দর্শক থাকে তাহলে খেলার উত্তেজনা বাড়ে এবং খেলোয়াড়রা মাঠ কাঁপাতে সাহস পায়। আর যদি মাঠে দর্শক না থাকে তাহলে খেলোয়াড়দের খেলার উত্তেজনা বাড়েনা।
ঠিক বর্তমানে ফেসবুকের কারণে তরুন প্রজন্মের বই পড়ার উত্তেজনা দিন দিন কমে যাচ্ছে। ফেসবুকের নগ্নতার কারণে, বইয়ের দিকে তরুনদের নজর নেই। মাঠে যেমন খেলোয়াড়রা দর্শক শুন্যতায় ভুগছে,তেমনি বই মেলায় লেখকরা পাঠক শুন্যতায় ভুগছে।
তিনি আরো বলেন, আপনারা ইতোপূর্বে শহিদ মিনারে বই মেলার আয়োজন করেছেন। কিন্তু একটা বিষয় দেখেন, সেখানে যদি বই মেলার আয়োজন করা হয় তাহলে লেখক ও পাঠক থেকে শুরু করে আয়োজকদের অনেক ভেগ পোহাতে হতো পাঠক স্বল্পতার কারণে।
আমি এই তারুণ্যের উৎসবের মেলাতে বই মেলা করার উদ্দেশ্য হলো, দৈনিক যদি ২ হাজার লোকজনও এই মেলায় আসাযাওয়া করেন, সেখানে প্রত্যেকের চোখের সামনে পড়বে এই বই মেলাটি। এতে করে পাঠক বৃদ্ধি হবে এবং কিছুটাও হলেও পাঠক স্বল্পতার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। মূলতঃ পাঠক বৃদ্ধির উদ্দেশ্যে বই মেলাটি এখানে করা হয়েছে।
এরপর জুলাই স্মৃতি কর্ণার এর উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আসলে জুলাই গণহত্যার স্মৃতিগুলো ধরে রাখতেই ছাত্রদের জন্য এই আয়োজন। মানুষকে জানান দেওয়ার জন্য এই স্মৃতি কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। মেলায় দৈনন্দিন লোকজনের আসাযাওয়ার মাধ্যমে তাঁরাও এটি উপলব্ধি করতে পারবে। যেখানে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথা, বিভিন্ন লিখনি, ছাত্রদের বিজয়ের পিছনের বিগত দিনের ছবিসহ রয়েছে জুলাই স্মৃতিকে ধরে রাখতে একটি জুলাই স্মৃতি কর্ণার মঞ্চ।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
আরো বক্তব্য রাখেন-জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাধারণ শিক্ষার্থী রাহাত।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহজাহান খান, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, জেলা তথ্য অফিসার তপন বেপারীসহ,লেখক-পাঠক ও বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং অনুষ্ঠানের শেষে বই মেলার স্টালগুলো পরিদর্শন করেন তিনি।