
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার অভিযানে ৪বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী ইয়াছিন মিজিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৬ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের শুক্কুর গাজী বাড়ি সামনে থেকে সাজাপ্রাপ্ত আসামী ইয়াছিন মিজি, পিতা-মৃত আব্দুল লতিফ মিজি, গ্রাম: পশ্চিম কুমারডুগী চাঁদপুর সদরকে গ্রেফতার করে সদর মডেল থানার এসআই আলিম। অভিযানে সহযোগিতা করেন শাহমাহমুদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ বাশার গাজী।
আসামী ইয়াছিন মিজিকে চাঁদপুর সদর মডেল থানার জিআর ১০৩(২১) সদর মামলায় পেনাল কোডের ৩২৫ধারায় ৪বছরের সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
জানা যায়, আসামী ইয়াছিন মিজির আপন বড় ভাই আব্দুল মতিন মিজি’র দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।