চাঁদপুর আল আমিন মাদ্রাসা গুনরাজদী শাখার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের গুনরাজদি শাখা আল আমীন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি মাদ্রাসার অডিটোরিয়ামে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.জ.ম বিলাল হোসাইন এর সভাপতিত্বে আল আমিন মাদরাসা সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াদ হোসাইন চাঁদপুরীর পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর জেলা সহকারি শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

মাদ্রাসার গভর্নিং বডির সদস্য চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও সাবেক সরকারী কৌশলী (জিপি) এডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ, বিশিষ্ট শিক্ষাবিদ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শাহজাহান খান, আল আমিন ইয়াতিম খানা কমপ্লেক্সের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান গাজী প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁদপুর মোঃ জাকির হোসেন পাটোয়ারী।

এসময় তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের সেবায় কোন অংশে পিছিয়ে নেই বরং একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকাংশ এগিয়ে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখছে। সুস্থ দেহে সুস্থ মন সুন্দর দেহে সুন্দর মন এ দুয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের কে যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে হবে, তাদের নৈতিকতা সম্পন্ন একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অভিভাবকগণ তাঁদের সন্তানদের উজ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন। প্রত্যেক অভিভাবক সন্তানদের ভালো অবস্থানে দেখতে চান। তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি মনোরম পরিবেশ ও প্রয়োজনীয় বিনোদনের ব্যবস্থা করতে হবে। আপনার সন্তানরা যাতে সুস্থ থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তাদেরকে নিয়মিত শারীরিক এক্সারসাইজ ও খেলাধুলার বন্দোবস্ত করতে হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, মাওলানা রিয়াদ হোসাইন,মাওলানা হাফেজ আবু নোমান, শরিফ খান, সাখাওয়াত হোসাইন, শাহাবুদ্দিন, কাউসার পারভেজ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা জায়েদ হোসেন ও মাওলানা আব্দুল হাকিম সহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

 

সম্পর্কিত খবর